আয়োজন:
১৭ মার্চ ২০২২ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সকাল ৮.৩০ মিনিটে বঙ্গবন্ধু মুর্যালে পুস্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য র্যালি, কেক কাটা, আলোচনা সভা এবং ক্রিড়া প্রতিযোগীতা সহ রাজশাহী মেডিকেল কলেজ ক্যামপাসে অবস্থিত “এসো পড়তে শিখি” স্কুলের সকল শিশুদের খাবারের আয়োজন। এছাড়াও থাকছে গাইনি এন্ড অবস বিভাগে ১৬ তারিখ রাত্রি ১২.০০ টা থেকে ১৭ তারিখ রাত্রি ১২.০০ টার মধ্যে যত নবজাতকের জন্ম হবে তাদের প্রত্যেককে বিশেষ উপহার সামগ্রী প্রদান করা হবে এবং শিশু বিভাগ নিম্নলিখিত কার্যক্রম পালন করবেন।
১৫ মার্চ ( মঙ্গলবার )
Child Nutritional Assessment & Counseling
শিশুদের অপুষ্টি ও স্থুলতা নির্ণয় ও পরামর্শ ( শিশু বহিঃবিভাগ )
১৬ মার্চ ( বুধবার )
Essential Newborn care & Breast Feeding Counseling
নবজাতকের অত্যাবশকীয় পরিচর্যা এবং মায়ের দুধ খাওয়ানো নিয়ে পরামর্শ ( শিশু বিভাগ )
১৭ মার্চ ( বৃহস্পতিবার )
শিশু দিবস উদযাপন ( কেক কেটে উদ্বোধন, খেলনা ও উন্নত খাবার বিতরণ )